৩৫তম জাপান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন
(জেকেএডব্লুএফ) ইন্ডিয়া আয়োজিত ভেনেজুয়েলা ইন্টারন্যাশনাল ক্যারাটের
ই-টুর্নামেন্টে অভূতপূর্ণ সাফল্য পেল ভারত। মোট ২১টি পদক ঘরে তুলল ভারতীয়রা। যার
মধ্যে ৯টি সোনা, ৭টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ পদক রয়েছে।
১৫টি দেশ থেকে
প্রায় ২৭০ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে জেকেএ
নির্বাচিত বিচারকমণ্ডলী টুর্নামেন্টের সেরা প্রতিযোগীদের বেছে নেন। ভারত থেকেও
ছিলেন দুই বিচারক প্রদীপ শর্মা এবং অরিন্দম সিকদার। নিরপেক্ষভাবে বিচার করার জন্য
এই দুই ভারতীয় আম্পায়ারকেও পুরষ্কৃত করা হয়।
ভারতীয় দলের ম্যানেজার হিসাবে নিযুক্ত ছিলেন রাজর্ষি রায়।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে পদক জয়ীরা হল অভিক ভৌমিক (ব্রোঞ্জ), আনভি কোরে (সোনা), সমাদ্রিতা দাস (ব্রোঞ্জ), অদ্রিতা বিশ্বাস (সোনা), আকাক্ষা গুপ্তা (রুপো),
পাফিন মণ্ডল (রুপো), অনুরাগ মজুমদার (সোনা),
অরিজিৎ সরকার (রুপো), সায়ন্তন রায় (সোনা),
অনিন্দিতা জয়কৃষ্ণা (ব্রোঞ্জ), মাহিকা
জয়কৃষ্ণা (রুপো), সৌমেন্দ্র চক্রবর্তী (রুপো), সৃষ্টি পাল (সোনা), অর্ক মণ্ডল (ব্রোঞ্জ), ঋদ্ধিমা প্রামানিক (সোনা), রিতম্ভর মুখোপাধ্যায়
(ব্রোঞ্জ), স্বপনম সেন (সোনা), পূর্বায়ন
পাহাড়ি (সোনা), সৌজন্য সাহা (রুপো), সুরজিৎ
সাহা (রুপো) এবং দীব্যেন্দু মণ্ডল (সোনা)।