ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নক্ষত্র পত। প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান বলবীর সিং (সিনিয়র)। সোমবার চন্ডীগড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় হকি জগতের কিংবদন্তি বলবীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
জাতীয় দলের এই সেন্টার ফরওয়ার্ড তিনটি অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছিলেন হকি’তে। ১৯৫২ অলিম্পিকে হল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন বলবীর।
বেশ কিছুদিন ধরেই শরীরী অসুস্থতায় ভুগছিলেন বলবীর। বার্ধক্যজনিত রোগতো ছিলই পরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এরই সঙ্গে ছিল বুকে ব্যথা এবং শ্বাস কষ্ট। করোনাভাইরাসের লাগামছাড়া প্রভাবের কথা মাথায় রেখে তড়িঘড়ি তাঁকে ৮ মে ভর্তি করা হয় চন্ডীগড় হাসপাতালে। করোনার যাবতীয় পরীক্ষা করা হলেও তাঁর রিপোর্ট নেভেটিভ আসে। স্বস্তি ফেরে তাঁর অগুনিত ভক্ত এবং ক্রীড়াপ্রেমী ভারতীয়ও হৃদয়ে। তবে, এই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না।
বার্ধক্যজনিত নানান অসুখের কারণে তাঁর মস্তিস্কে রক্ত জমাট বাঁধতে শুরু করে। এর পর থেকেই সেমিকোমাটেজ অবস্থায় ছিলেন হকির এই দিকপাল। প্রাক্তন অলিম্পিয়ানের মৃত্যুতে শোকের ছাড়া দেশের ক্রীড়ামহলে।