লকডাউনের জেড়ে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে ভারত সহ গোটা বিশ্ব। দূষণ সৃষ্টিকারী
সকল কার্যকলাপ বন্ধের দরুন পৃথিবী ধরা দিয়েছে নিজস্ব রূপে। কিন্তু এরপর পরিবর্তত পরিস্থিতিতে কি হবে? কেমন থাকব আমরা? এই নিয়েই ভাবনাচিন্তার প্রকাশ পেলো
তিরন্দাজীর এন আই এস কোচ জয়ন্ত চক্রবর্তীর কবিতায়। কলকাতা তীরন্দাজী ক্লাব এবং একটি
বেসরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ সময় ধরে কবিতা ও গানের চর্চা নিয়মিত চালাচ্ছেন
একদা জাতীয় প্রতিযোগিতায় স্বণ পদক জয়ী হরেকৃষ্ণ শেঠ লেনের বাসিন্দা জয়ন্ত। এর পূর্বে
"ছোটদের গান" ও "খবর" অ্যালবাম টি সমাদৃত হয়েছে সাংস্কৃতিক জগতে।
আমরা যখন কোরোনা মুক্ত বিশ্ব পাওয়ার জন্য সবাই এক হয়ে প্রার্থনা করছি,
তখন কি আমরা চাইতে পারিনা রাজনীতি মুক্ত বিশ্ব?
আমরা কি চাইতে পারিনা হিংসা বিদ্বেষ হানহানি মুক্ত বিশ্ব?
আমরা কি চাইতে পারিনা জাত পাত ধর্ম মুক্ত বিশ্ব?
আমরা কি চাইতে পারিনা সবুজ অরণ্য, দূষণ মুক্ত বিশ্ব?
আমরা কি চাইতে পারিনা গরীব, নিপীড়িত, দুর্ভিক্ষ, মধ্যবিত্ত মুক্ত বিশ্ব?
আমরা কি চাইতে পারিনা সবাই
থাকবো দুধে ভাতে, হাতে হাত রেখে বলবো আমরা সবাইকে ভালোবাসি, , আমাদের কোনো বিভেদ নেই,
আমরা আজ সবকিছু মুক্ত বিশ্ব।