আগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্বের সংজ্ঞা বারবার বিভিন্ন ছবির মধ্যে ধরে রেখেছে বলিউড, সে শীলে'ই হোক বা কাই পো চে, থ্রি ইডিয়টস, দিল চাহতা হ্যায়, রং দে বাসন্তি সবাই এককথায় গল্প বুনেছে বন্ধুত্বের। কিন্তু বলিসেলেবদের জীবনের প্রিয় বন্ধুদের সবাই চেনেন তো।