সুশান্ত সিং রাজপুতের মামলা নিয়ে জলঘোলার অন্ত নেই। কঙ্গনা রানাউতের সঙ্গে
ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন উর্মিলা মাতন্ডকর, জয়া বচ্চন। কঙ্গনা উর্মিকার মন্তব্যের
জবাবে তাকে সফট পর্ণ'-এ অভিনয় করা অভিনেত্রী বলতেও দ্বিধা করেননি। এমনকি নিয়ে আসেন
সানি লিওন প্রসংগও। কিন্তু কোনও কিছু না করেও শুধু শুধু সুশান্ত মামলায় তাঁর নাম জড়ানো
হচ্ছে বলে অভিযোগ করেন সানি। এবার নাম না করে কঙ্গনার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগ এবং মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর
বলায় কঙ্গনার বিরোধিতা শুরু করেন উর্মিলা মাতন্ডকর। কঙ্গনার নিজের রাজ্য হিমাচল প্রদেশই
মাদকের আঁতুড়ঘর বলে পালটা আক্রমণ করেন 'রঙ্গিলা' অভিনেত্রী। তারপরই উর্মিলাকে এক হাত
নেন কঙ্গনা। তাঁকে সফট পর্নস্টার বলেও আক্রমণ করেন বলিউড কুইন। পাশাপাশি উর্মিলাকে
আক্রমণের সময় সানি লিওনের প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা। আর এই বিষয়টা মোটেই ভালভাবে নেননি
সানি।
নিজের ইনস্টাগ্রামে তাই সানি লেখেন, 'যেসব মানুষরা আপনার সম্পর্কে অত্যন্ত
কম জানেন, তাঁরাই বেশি করে কথা বলেন।'