অভিষেক বচ্চন প্রথম অটোগ্রাফ কবে দিয়েছিলেন? নিশ্চয় ভাবছেন সিনেমায় অভিনয়ের পর। মোটেই তা নয়। আর সেই খব রই সামনে আনলেন
অভিষেকের বাবা। আসলে অনুরাগীদের কিভাবে মন জয় করতে তা বেশ ভালই জানেন অমিতাভ
বচ্চন। স্মৃতির সরণী বেয়ে চলার মতো নথি ৭৮ বছরের বৃদ্ধের কাছে রয়েছে একাধিক।
সম্প্রতি তাসখন্দের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন বিগ বি।
তবে ছবিটির থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছবির বিষয়বস্তু।
বিগ বি যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেখানে দেখা
যাচ্ছে কিশোর অবস্থার অভিষেকের ছবি। অমিতাভ জানিয়েছেন সেটিই অভিষেকের প্রথম
অটোঘ্রাফ দেওয়ার ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘তাসখন্দ, শোভিয়েত ইউনিয়ন। যেখানে অভিষেক প্রথম অটোগ্রাফ দিয়েছিল।’
মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করতে দেখা
যায় বিগ বি’কে। কখনও ছেলে অভিষেকের সঙ্গে, কখনও
আবার মেয়ের সঙ্গে। জয়া বচ্চনের সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার ছবিও তিনি ইনস্টাগ্রামে
পোস্ট করেন। শুধু তাই নয়, সহকর্মীদের সঙ্গে ছবি শেয়ার করতে
দেখা যায়।