‘তান্ডব’ মুক্তি পাওয়ার পর থেকেই
দেশ জুড়ে শুরু হয়েছে তান্ডব। ‘তান্ডব’-এর
পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকারের বিরুদ্ধে দায়ের হল
এফআইআর। এর আগে অভিযোগ দায়ের হয়েছিল আমাজন প্রাইমের ইন্ডিয়া হেডের বিরুদ্ধে। লখনউ
এর হজরতগঞ্জ থানায় দায়ের হয়েছে অভিযোগ। তাঁর বিরুদ্ধে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত
ও ধর্মীয় হিংসা ছড়ানার অভিযোগ দায়ের করা হয়েছে।
আমাজন ইন্ডিয়া অরিজিনাল কনটেন্ট হেড অপর্ণা পুরোহিত, শোয়ের পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু
কৃষ্ণ মেহরা, চিত্রনাট্যকার গৌরব সোলাংকি সহ বেশ কয়েকজনের
বিরুদ্ধে ১৫৩-‘এ’, ২৯৫, ৫০৫ ও ৪৬৯ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়।
হজরৎগঞ্জ থানার সিনিয়র সাব ইন্সপেক্টর অমরনাথ যাদব প্রথম
অভিযোগ দায়ের করেছেন, তাঁর অভিযোগ ১৬ জানুয়ারি ‘তান্ডব’ মুক্তি পাওয়ার পর থেকে শোয়ের বিরুদ্ধে
একাধিক মন্তব্য করছেন মানুষ। শেয়ার হচ্ছে ‘তান্ডব’র বিভিন্ন ক্লিপিংও। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী ‘তান্ডব’র প্রথম ১৭ মিনিটে হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা
হয়েছে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের
জন্য মুম্বই রওনা হবে পুলিশের একটি দল।