নুসরৎ জাহানের সঙ্গে স্বামী নিখিল জৈনের সম্পর্কের
টানাপোড়েন নিয়ে জোর গুঞ্জন টলিপাড়ায়। যদিও এ নিয়ে কোনও মন্তব্য কর তে শোনা যায়নি
নিখিল ও নুসরৎকে। তবে এর মধ্যে শোনা যাচ্ছে অভিনেতা যশ দাশগুপ্ত’র
সঙ্গে জমিয়ে প্রেম করছেন সাংসদ অভিনেত্রী। আর গুঞ্জনে ঘৃতাহুতি দিয়েছে যশের করা
একটি সোশ্যাল মিডিয়া।
নুসরৎ জাহান ও যশ দাশগুপ্তা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘ওয়ান’-এ। কিছুদিন আগে দু’জনকে একসঙ্গে রাজস্থানের আজমেঢ়
শরিফ দরগায় দেখা যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেরই একটি ছবি পোস্ট করেছেন যশ।
সাদা গেঞ্জি ও ডেনিম জিন্সে অসাধারণ দেখতে লাগছে অভিনেতাকে। ক্যাপশানে লিখেছেন,
''আমি মুখে যেটা বলি না, সেটা চেহারাতেই
স্পষ্ট হয়ে যায়।'' মুখে
কী বলেন না যশ, তবে কি ক্যাপশনের মধ্য দিয়ে অন্য কোনও কিছু
বলতে চাইলেন অভিনেতা, তা অবশ্য বলেননি।
কিছুদিন আগে নুসরতের জন্মদিনের পার্টিতেও হাজির হয়েছিলেন
যশ। যদিও সেখানে নিখিল ছিলেন না। পাশাপশি নুসরতের সঙ্গে যশের দক্ষিণেশ্বর যাওয়ার
ভিডিও ভাইরাল হয়েছে। এদিকে নুসরত যে নিখিলের বাড়ি ছেড়ে বালিগঞ্জে বাবা-মায়ের
সঙ্গে রয়েছেন তা স্বীকার করে নিয়েছেন সাংসদ-অভিনেত্রী।