বাংলা চলচ্চিত্র
জগতে পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘বাইশে শ্রাবণ’, ‘উমা’, ‘এক যে ছিল রাজা’,
‘রাজকাহানি’, ‘জাতিস্বর’-এর মতো ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বাংলা ছবির
পাশাপাশি ‘বেগম জান’-এর মতো
হিন্দি ছবিও পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এই ছবির পর বহুদিন ধরেই দর্শক অপেক্ষা করছিলেন
পরিচালকের পরবর্তী হিন্দি ছবির জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান। এবার 'জাতিস্বর'-
এর অনুকরণে হিন্দিতে ছবি বানাতে চলেছেন পরিচালক।
জানা গিয়েছে, একেবারে বাংলা ছবিটি হিন্দিতে হবে, এমনটা নয়। হিন্দি ছবির নাম 'হ্যায় ইয়ে ভো অতিশ গালিব'। এই
ছবির মূল চরিত্র অ্যান্টনি ফিরিঙ্গির জায়গায় থাকছেন মির্জা গালিব। এই ছবিতেই ৯ টি গানের সুর দেবেন এ আর রহমান। চমক শুধু এখানেই নয়। এই ছবির জন্য গান
লিখবেন গুলজার সাহাব। বুধবার এ আর রহমানের
জন্মদিন উপলক্ষে একটি সাক্ষাৎকারে পরিচালক জানান, পরিচালকের ছবিতে
সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতে চলেছেন এ আর রহমান। ‘জাতিস্বর'
ছবিটিতে অ্যান্টনি ফিরিঙ্গির জীবন যাত্রা ও কবিয়াল গানের ইতিহাস
বর্ণনা করা হয়েছিল। এই ছবির মূল চরিত্র অ্যান্টনি ফিরিঙ্গির
জায়গায় থাকছেন মির্জা গালিব। হিন্দি ছবিতে গালিবের জীবন তাঁর উর্দু ও পার্সি ভাষায়
লেখনি ও তাঁর অবদান দেখানো হবে।