সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬ তম জন্মদিন উপলক্ষে কলকাতা
সেন্টার ফর ক্রিয়েটিভিটি সভাগৃহে সূচনা হল এক বর্ণময় প্রদর্শনীর। ১৪ জানুয়ারি
বৃহস্পতিবার ছিল অনুষ্ঠানের উদ্বোধন। ‘দ্য সৌমিত্র চট্টোপাধ্যায়
ফাউন্ডেশন’, ইমামি আর্ট ও ‘মুখোমুখি’র মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রদর্শনীটি।
‘দ্য সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশন’ তৈরি করেছেন সৌমিত্র ঘনিষ্ঠরা। এর অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি শ্রী
নবরতন ঝাওয়ার। কিংবদন্তি শিল্পীর জীবন নিয়ে তৈরি বায়োপিক ‘অভিযান’-এর প্রযোজকও তিনি। ‘অভিযান’-এ
সৌমিত্র’র যুবা বয়সের ভূমিকায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে।
সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই
সামনে আসবে সিনেমার ট্রেলার।
এ দিন অত্যন্ত গর্বের সঙ্গে শ্রী ঝাওয়ার বলেন, ‘দ্য সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের একটি অংশ হতে পেরে আমি গর্বিত।
ওঁনার মতো কেউ যদি নাটক, সিনেমা, কবিতা,
অভিনয়, ছবি আঁকা বা এরকম কিছু করতে ভালবাসেন
আর তিনি যদি প্রতিভাবান হন তবে আমরা তাঁকে সাহায্য করব। ভবিষ্যতে হয়তো সৌমিত্র
চট্টোপাধ্যায়ের নামে একটি পুরস্কারও দেওয়া হবে।’