একটা সময় লাবনী সরকার ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ।
তাঁকে ২০১৮ সালের মার্চ মাসে দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিক। গত ব এক্সহর ফাগুন বউ শেষ হয়। তারপর আর ল্যাবনী সরকারকে
ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি। এবার নতুন ধারাবাহিক দিয়ে আবার টেলিভিশনে আসতে
চলেছেন অভিনেত্রী।
যে ধারাবাহিকে লাবনী সরকার অভিনয় করছেন সেটির প্রযোজনা
করছেন রাজ চক্রবর্তী। ধারাবাহিকের নাম ‘ফেলনা’। ধারাবাহিকের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। লাবণী ছাড়াও ‘ফেলনা’য় দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায়, রেশমি সেন, ‘কপালকুণ্ডলা’র
অভিনেতা দেবজ্যোতিকে।
প্রতিভা থাকা সত্ত্বেও কীভাবে প্রতি পদে মহিলারা অবহেলিত
হন,
সেই কাহিনিই ফুটিয়ে তোলা হবে নতুন ধারাবাহিকে। স্টার জলসায় আসবে ‘ফেলনা’। ধারাবাহিকের পাশাপাশি একাধিক সিনেমাতেও
গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন লাবণী। প্রযোজক সোহম চক্রবর্তীর প্রথম ছবি ‘কলকাতার হ্যারি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা
যাবে তাঁকে।
অন্যদিকে বড়পর্দায় মুক্তির অপেক্ষায় পরিচালক রাজ চক্রবর্তীর
‘ধর্মযুদ্ধ’ । রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত
চট্টোপাধ্যায় অভিনীত ‘হাবজি গাবজি’ও।
দুটি ছবিই প্রযোজনা করছেন রাজ চক্রবর্তী।