চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত কিং খান, রাখীবন্ধনের জন্য আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
এসএনএস প্রতিনিধি
Jan 08, 2021 17:58 [IST]
Last Update: Jan 08, 2021 18:07 [IST]
চলচ্চিত্র উৎসবেরউদ্বোধনে
ভার্চুয়ালি উপস্থিত কিং খান, রাখীবন্ধনের জন্য আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
উদ্বোধন হল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসবের। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া।
বিশ্ব জুড়ে চলছে করোনা পরিস্থিতি। এর মধ্যেই
যেখানে বিশ্ব জু্ড়ে চলচ্চিত্র উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত রাখা হয়েছে বা ভার্চুয়ালি
বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে পরিচিত হয়েছে সিনেপ্রেমীরা সেখানে কোভিড বিধি মেনেই
অনুষ্ঠিত হচ্ছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কোভিড পরবর্তী সময়ে
ভারতে কলকাতা চলচ্চিত্র উৎসবই প্রথম যা ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে না। করোনার
কারণে আসতে পারেননি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রাখী গুলজার, শর্মিলা
ঠাকুর। তবে ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান।
এবছর ৪৫টি দেশের ৮১টি পূর্ণদৈর্ঘ্যের ছবি, ৫১ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও ডকুমেন্টারি, দেখানো হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নয়টি ছবি। আর দেখানো হবে ফার্নান্দো
সোলানাস, কিম কিদুখ, বাসু চট্টোপাধ্যায়,
ঋষি কপুর, তাপস পাল, অমলা
শংকর, ইরফান খান ও সন্তু মুখোপাধ্যায়ের নানা ছবি।
এদিন প্রদীপ প্রজ্জ্বোলন করে অনুষ্ঠানের উদ্বোধন
করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের
চেয়ারম্যান রাজ চক্রবর্তী, পরিচালক
অনুভব সিনহা, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক,
দেব, শতাব্দী রায়, ইন্দ্রানী
হালদার, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন,
অরিন্দম গাঙ্গুলি, ঋতাভরী ঘোষ, সায়নী মিত্র, পাওলি দাম, শঙ্কর
চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, কাঞ্চন
মল্লিক, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ঋতুপর্ণা
সেনগুপ্ত, ইন্দ্রনীল সেন, সুরজিত কর
পুরকায়স্থ।
এবারের চলচ্চিত্র উৎসব হচ্ছে শুধু সরকারি
হলগুলিতে। রবীন্দ্রসদন, নন্দন
১, নন্দন ২, নন্দন ৩, শিশির মঞ্চ, ওকাকুরা ভবন, সিনেমা
সেন্টিনারি বিল্ডিং, কলকাতা ইনফরমেশন সেন্টারে দেখানো হবে
সিনেমা। এ’বছর ই-টিকিটের ব্যবস্থা থাকছে। দর্শকদের বুক মাই
শো থেকে বিনামূল্যে টিকিট পাবেন। অন্যবারের মতো এবারেও থাকছে এক্সিবিশন, সিনে আড্ডা, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার যেটির
সঞ্চালনা করবেন অনুভব সিনহা।
সেন্টিনারী ট্রিবিউট ২০২০’তে সম্মান জানানো হয় ইতালির ফেডেরিকো ফেলিনি,
ফ্রান্সের এরিক রোহমার, ভারতের হেমন্ত মুখোপাধ্যায়, পন্ডিত
রবিশঙ্কর ও ভানু বন্দ্যোপাধ্যায়কে।
২০২০’তে প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবে একটি ছোট্ট
ভিডিওর মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। শোনানো হয় কিংবদন্তির নিজের গলায় গান।
২০২১’র চলচ্চিত্র উৎসবে ভার্চুয়ালি
হাজির ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। ২০১১ সাল থেকে প্রতিটি
চলচ্চিত্র উৎসবে হাজির থেকেছেন শাহরুখ খান। ২৬ তম উৎসবে যোগদান করতে না পারায় তাই
দুঃখ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে মহামারীর মধ্যেও যেভাবে কোভিড প্রোটোকল মেনে
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে তার জন্য সকলকে শুভেচ্ছা জানান।
মুখ্যমন্ত্রী কিং খানকে রাখীবন্ধনে আসার জন্য আমন্ত্রণ জানান।