নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেরায় সুশান্ত মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীর
বয়ানে উঠে এসেছিল বলিউ মডের ২৫ টি নাম, যাদের মধ্যে অনেক গন্যমাণ্য অভিনেতা-অভিনেত্রী,
পরিচালক, প্রযোজকও ছিলেন। শোনা যাচ্ছিল শীঘ্রই তাঁদের সমন পাঠসবেন এনসিবি আধিক্স্রিকরা৷
কিন্তু এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন আধিকারিকরা। রিয়া চক্রবর্তীর বয়ানের ওপর
ভিত্তি করে মোটেই কাউকে সমন পাঠাতে রাজি নন
তাঁরা।
রিপোর্টে প্রকাশ পেয়েছিল, এনসিবি ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করেছে৷ সেই
তালিকায় বলিউডের কাদের কাদের ডেকে পাঠানো হবে তা নিয়ে আলোচনা করছেন আধিকারিকরা । নারকোটিক্স
কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রা এই বক্তব্যকে নাকচ করে দেন। তিনি করেব, 'আমরা বলিউডের জন্য কোনও তালিকা তৈরি
করিনি। যা তালিকা তৈরি হয়েছিল তা মাদক চক্রী ও মাদক পাচারকারীদের। এড়াকেই বলিউডের তালিকা ভেবে ভুল করা হচ্ছে।'
শনিবার একটি সর্বভারতীয় সংবাদনাধ্যম দাবি করেছিল রিয়া জেরায় সারা আলি খান
ও রাকুল প্রীত সিংয়ের নাম নিয়েছিলেন। জানিয়েছিলেন এঁরা দুজনেই নিয়মিত মাদক সেবন করেন।
তাঁরা সুশান্তের লোনাভালার বাগানবাড়িতে বসে মাদক নিয়েছিলেন। তারপর থেকেই গুঞ্জন ছড়ায়
সারা এবং রাকুলকে সমন পাঠাতে পারে এনসিবি। কিন্তু তা যে নয়, কে পি এস মালহোত্রা তা
যেন বুঝিয়ে দিলেন।