‘কেশরী’, ‘জাবারিয়া জোরি’, ‘কিল দিল’-এর মতো ছবিতে
অভিনয় করতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে। এরপর আর কোনও ছবিতে অভিনয় করতে দেখা
যায়নি অভিনেত্রীকে। বহুদিন ধরেই পরিণীতি চোপড়াকে পর্দায় দেখার জন্য অপেক্ষা
করেছিলেন দর্শক। অবশেষে মুক্তি পেল ‘দ্য গার্ল অন ট্রেন’
এর টিজার। নেটফ্লিক্সে আসা এই চলচ্চিত্রটি
সাসপেন্সে পূর্ণ।
এতে পরিণীতি চোপড়া একজন মদ্যপ মহিলা হিসাবে উপস্থিত
হয়েছেন। পলা হকিন্সের ২০১৫ বেস্টসেলারের উপর ভিত্তি করে
ছবিটি পরিচালনা করেছেন রিবু দাশগুপ্ত। পরিণীতি চোপড়ার
পাশাপাশি অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি ও অবিনাশ
তিওয়ারিও রয়েছেন।
ছবির প্রেক্ষাপট অনুযায়ী মীরা চোপড়া নামের একটি
চরিত্রের গল্প, যিনি প্রতিদিন কাজের জন্য ট্রেনে ভ্রমণের
সময় তার বাড়ির খোলা জানালা থেকে এক দম্পতিকে দেখেন। সে একদিন এমন কিছু দেখে যা দেখে
তিনি চমকে ওঠেন। ফিল্মের মুখ্য ভূমিকাটি ‘এমিলি ব্লান্ট’ নামে হলিউড সিনেমার রিমেক। রিবু দাসগুপ্ত এক বিবৃতিতে বলেছিলেন, “আমি সবসময় এই
স্টাইলটি অনুসন্ধান করে চলেছি এবং এই অনন্য গল্পটি পছন্দ করেছি।”