রবিবারই বিবাহিত জীবনের কুড়ি বছর
পাড় করে ফেলেছেন টুইঙ্কেল খান্না। বিয়ের পর ২০ টি বসন্ত পাড় করে ফেললেন যিনি তিনিই
নাকি প্রথম ডেটে গিয়ে প্রেমিকাকে চুমু খেতে পারেননি। আর সেইজন্য প্রত্যাখ্যাত হতে
হয়েছিল তাঁকে।
বেশ কয়েক বছর আগে ‘দ্য কপিল
শর্মা শো’য়ের সাক্ষাতকারে এসে একবার অক্ষয় বলেছিলেন, তিনি প্রথম জীবনে
খুবই লাজুক ছিলেন। এতটাই লাজুক ছিলেন যে প্রথম ডেটে গিয়ে প্রেমিকার কাঁধেও হাত
দিতে পারেননি।
শুধু তাই নয়, অক্ষয়ের
প্রেমিকা চেয়েছিলেন হাত ধরে তারপর তাঁকে চুম্বন করুন আল্ককি, কিন্তু লজ্জায়
অবনত অক্ষয় কুমার তা পারেননি। যদিও পরবর্তীতে টু ইঙ্কল খান্নাকে ভালবেসে বিয়ে করেন
আক্কি। বাবা হয়েছেন দুই সন্তানের।
বিবাহবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রীর সঙ্গে একটি ছবিও শেয়ার করেন
তিনি।
২০০১’র জানুয়ারিতে
গাঁটছড়া বাঁধেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ছেলে আরভঁ ও মেয়ে নিতারাকে নিয়ে
দম্পতির সুখের সংসার। সম্প্রতি ‘পৃথ্বিরাজ’-এর শ্যুটিং শেশ করেছেন অক্ষয়। অন্যদিকে ‘আতরাঙ্গি রে’র শ্যুটিং শেষ
করে দিল্লি ও আগ্রায় ফিরেছেন আক্কি। এই সিনেমায় অক্ষয়ের সঙ্গে অভিনয় করছেন সারা
আলি খান, নিমরত কৌর, ধনুষের মতো অভিনেতারা।