সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে উঠে আসছে একের পর এক তত্ত্ব। সুশান্তের
জীবনে নারীর ঘাটতি ছিল না। ২০১৬ সালে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বিচ্ছেদের পরেও তিনি
ডেট করেছিলেন কৃতি শ্যানন, সারা আলি খানের সঙ্গে। শোনা যায়, রুপোলি জগতের কিছু মানুষের
কথাতেই সুশান্তের থেকে সরে এসেছিলেন সারা। এবার এ নিয়ে মুখ খুললেন এসএসআরের গাড়িচালক
ধীরেন্দ্র যাদব।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ধীরেন্দ্র জানিয়েছেন, ২০১৮'র অক্টোবর থেকে
২০১৯'র এপ্রিল পর্যন্ত তিনি সুশান্ত সিং রাজপুতের গাড়ি চালক হিসাবে কাজ করেছিলেন। সেই
সময়ই সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন সারা। তাঁদের দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের
সম্পর্কও গড়ে উঠেছিল। ধীরেন্দ্র আরও বলেন কোনওদিনই সুশান্তের বাড়িতে আসেননি সারা। বরং
'কেদারনাথ' এর প্রোমোশনের জন্য বিভিন্ন জায়গায় যেতেন তাঁরা। এমনকি ঘুরতেও যেতেন।
এর আগে সিবিআই এর জেরায় সুশান্তের বন্ধু স্যামুয়েল মিরান্ডা বলেন ২০১৯'এ
থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান সুশান্ত সিং রাজপুত। তখন সারাও তাঁর সঙ্গে যান।
আর সেই ট্রিপ সেরে আসার পর আর সুশান্তের সঙ্গে দেখা করতেন না সারা, এমনটাই জানিয়েছেন
সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গাড়ি চালক। সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন কিনা তা নিয়ে
দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন৷ ধীরেন্দ্র জানিয়েছেন তিনি যতদিন গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন
ততদিন পর্যন্ত মাদক নিতেন না সুশান্ত। বরং সেই সময় নিয়ম মেনে চালিত হত অভিনেতার জীবন।
শ্যুটিং ছাড়া তিনি খেলতে যেতেন টেনিস, ক্রিকেট সহ অন্যান্য খেলা।
ধীরেন্দ্র জানিয়েছেন পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল সুশান্ত সিং রাজপুতের।
কোনও মনোমালিন্য ছিল না। ধীরেন্দ্র যাদব কাজ
ছেড়ে দেওয়ার পর সুশান্তের জীবনে আসেন রিয়া চক্রবর্তী, তাই তিনি তাঁকে দেখেননি বলেই
জানিয়েছেন।