আমাদের দেশে আজও গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতে হয় মেয়েদের। গাত্রবর্ণ'র
কাছে সমাজের চোখে হার মেরে যায়ায় মেধা। এখনও ত্বকের রং কিছুটা চাপা হলে শুনতে হয় কালো,
কালী জাতীয় বিশেষণ। গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে স্বয়ং শাহরুখ কন্যা সুহানা
খানকেও। তাই বর্ণ বিদ্বেষ বন্ধের পক্ষে জোর সওয়াল করলেন তিনি।
শাহরুখ-কন্যা বলেন, "জন্ম
থেকেই ভারতীয়দের গায়ের রংয়ের সঙ্গে মেলানিন নিজের বন্ধুত্ব তৈরি করে নেয়। সেই কারণে
যদি কাউকে কখনও কটাক্ষের মুখে পড়তে হয়, তাও আবার আশপাশের মানুষের কাছ থেকে, তাহলে
সেটা দুঃখজনক।" অনেকেরই গায়ের রং চাপা হওয়ার দরুণ কটাক্ষের মুখে পড়তে হয়। সুহানা
নিজেও এমন অভিজ্ঞতার শিকার। তাই তাঁর মতে তাঁদের নিয়ে সমালোচনা করার কোনও যুক্তি নেই।
শাহরুখ কন্যার জোড়াকো বার্তা, 'কালা, কালি ডাকা বন্ধ করুন।'
বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সুহানা খান। ইংল্যান্ডের
কলেজ থেকে স্নাতক হওয়ার পর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সুহানা। সম্প্রতি 'গ্রে
পার্ট অফ ব্লু' নামে একটি শর্ট ফিল্মেও অভিনয় করতে দেখা যায় সুহানাকে। তবে কবে যে তিনি
পাকাপাকিভাবে বলিউডে পা রাখবেন তা এখনও জানা যায়নি৷ তবে শাহরুখ খানের বক্তব্য পড়াশোনা
শেষ করে তবেই চাইলে অভিনয় জগতে আসবেন মেয়ে।