বিশ্বজুড়ে চলছে হ্যালোউইন সপ্তাহ। এই প্রবাহে গা ভাসিয়েছেন শাহরুখ খান কন্যা
সুহানা খানও। মার্কিন অভিনেত্রী, গায়িকা আরিয়ানা গ্রান্ডে লুকে আওকলের কাছে ধরা দিলেন
সুহানা।
আরিয়ানা গ্রান্ডের লুকে ক্রপ টপ ও শর্ট মিন্ট গ্রিন স্কার্টে দেখা গেল সুহানাকে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করেছেন তিনি। সুহানা লিখেছেন, প্রতি হ্যালোউইনেই
তিনি আরিয়ানা সাজতে চান। তাঁর এই লুকে নজর কাড়ছে হেয়ারস্টাইল, যেটি তাঁকে ভিনটেজ লুক
দিয়েছে। গায়িকার সাম্প্রতিক প্রকাশিত অ্যালবাম 'পজিশন'-এর লুকটিই ধার করেছেন সুহানা।

বর্তমানের বাবা মায়ের সঙ্গে দুবাইতে রয়েছেন সুহানা। সেখানেই অনুষ্ঠিত হচ্ছে
চলতি বছরের আইপিএল। সেখানে বাবা মায়ের সঙ্গেই হ্যালোউইন সপ্তাহের আনন্দে মেতেছেন সুহানা।
আইপিএলের কারণে সুহানা তাঁর বাবা-মা শাহরুখ-গৌরী সহ গোটা খান পরিবারই এই মুহূর্তে দুবাইতে
রয়েছে। সেখানেই হ্যালোইন ডে সেলিব্রেট করেছেন তিনি।