বড় মেয়ে জাহ্নবী আগেই রুপোলি জগতে নাম লিখিয়েছেন, ছোট মেয়ে খুশি কবে পা রাখছেন বলিউডে, বহুদিন ধরেই এই
প্রশ্ন ছিল অনুরাগীদের মনে। এবার এল সেই কাংখিত সংবাদ। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি
বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
সম্প্রতি এক শো’য়ে এসে পরিচালক বনি কপুর
বলেন, ‘খুশির অভিনয় জগতে আসার যথেষ্ট ইচ্ছা রয়েছে। খুব
তাড়াতাড়ি আপনারা খবর পাবেন।’ তাহলে কি প্রযোজক বাবা নিজেই
লঞ্চ করবেন খুশিকে? সে বিষয়ে বনি জানিয়েছেন, খুশি কপুর তাঁর হাত ধরে অভিনয় জগতে পা রাখবেন না।
মেয়ে জাহ্নবী কপুর ও ছেলে অর্জুন কপুর বলিউডে এসেছিলেন বনি
কপুরের হাত ধরেই, তাহলে খুশির ক্ষেত্রে কেন তা হচ্ছে না তা
নিয়েও অবশ্য মুখ খুলেছেন বনি কপুর। বনি জানিয়েছেন তাঁর কাছে সুযোগ রয়েছে, তবুও তিনি চান না খুশি তাঁর হাত ধরে বলিউডে আসুন। এক্ষেত্রে তিনি উদাহরণ
এনেছেন তাঁর দুই ভাই অনিল কপুর ও সঞ্জয় কপুরের।
অনিল কপুর দাদা বনি কপুরের সাহায্য ছাড়াই অভিনয় জগতে পা
রেখেছিলেন। আজ এত বছর পরেও অনিল কপুর একটি ব্র্যান্ডের নাম। সঞ্জয় কপুরের ক্ষেত্রে
তা হয়নি। অথচ সঞ্জয়কে বলিউডে জমি পেতে সাহায্য করেছিলেন বনি। কিন্তু সেইভাবে
খ্যাতির গগনে কোনওদিনই পৌঁছাতে পারেননি সঞ্জয়।
১৯৯৫ সালে ‘প্রেম’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সঞ্জয় কপুরের। সিনেমাটির প্রযোজক ছিলেন
বনি কপুর। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন তাব্বু।