আফ্রো-আমেরিকান জর্জ ফ্রয়েডের মৃত্যুতে তোলুয়াড় গীটা
বিশ্ব৷ বিশ্বের সরর অত্র কৃষ্ণাং মানুষদের ওপর এতদিন ধরে চলে আসা অত্যাচারের বিরুদ্ধে
সরব হয়েছেন সকলে। সরব হয়েছিলেন অভিনেত্রী সারা আলি খানও৷ কিন্তু তাকর প্রতিবাদের অস্ত্রের
মধ্যে রয়ে গিয়েভহিল একটু ভুল। আর তার ফলেই সীষ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণের মুখে
পড়তে হয়েছে সারাকে।
আফ্রো-আমেরিকান জর্জ ফ্রয়েডকে নিজের হাঁটুর চাপে সগ্বাসরোধ
করছে এক আমেরিকান পুলিশকর্মী। এই নিয়ে ট্রাম্পের দেশে চলছে জোরালো প্রতিবাদ। সোঢ্যাল
মিডিয়ায় অনেকেই ফ্রয়েডের সমর্থনে এক কথা দু কথা লিখছেন৷ সেরকমই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে
লিখেছিকেন, 'অল ব্ল্যাকস লিভস ম্যস্টার'। আর এই ব্ল্যাক শব্দটিতেই বাধে গোল।
সারা তাঁর পোস্টে কালো শব্দটি ব্যবহার করেছেন। অনেকেতই
বক্তব্য একজন শিক্ষিতা হয়ে এই ধরনের শব্দ আজকের যুগে মনে আনাটাও অন্যায়। সেক্ষেত্রে
নেটিজেনরা সারার মতো তারকাদের 'সুবিধাবাদী' বলতেও পিছপা হননি৷ পরবর্তীতে অবশ্য 'ব্ল্যাক'
শব্দটি কেড়ে দেন সারা। তবে তাতেও নেটিজেনদের ক্রোধ বিশেষ দমন করতে পারেননি 'সিম্বা'
অভিনত্রী।