নারকেলের ঝাড়ু হাতে ঝাকট দিচ্ছেন সলমন খান। শুনতে গল্পের মতো মনে হলেও এটাই
সত্যি। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসে নিজের ফার্মহাউজ পরিষ্কার করার একটি ভিডিও শেয়ার
করেছেন সলমন। আর ভাইজানের এই পরিবেশ সচেতনতার পাঠ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিশ্ব পরিবেশ দিবসে ভিডিওটি শেয়ার করে সল্লু মিয়াঁ ক্যাপশন করেন, 'স্বচ্ছ
ভারত'। লং ডেনিম শর্টস ও একই রঙের টি শার্ট পরে ভাইজান
যেভাবে নিজের ফার্ম হাউজ ঝাঁট দিয়েছেন তাতে কার্যত মুগ্ধ সকলে। সলমনের অনুরাগীরা লিখেছেন,
'উনি যে কাজটাই করেন সেটাই ভীষন ভালবেসে যত্ন নিয়ে করেন। মহারাষ্ট্রের ওপর দিয়ে
দুদিন আগেই বয়ে গিয়েছে নিসর্গ। ফলে সলমনের পানভেলের ফার্ম হাউজের চারদিকে
ছড়িয়ে পিড়েছে গাছের পাতা। সেসবই ঝাঁট দিয়েছেন সলমন। সঙ্গে ছিলেন তাঁ র পরিবারের সদস্য
ও কর্মচারীরা। তবে দেকগা গিয়েছে এক নারীকেই। অনেকেই বলছেন তিনি নাকি সল্লু মিয়াঁর বর্তমান
বান্ধবী ইউলিয়া ভান্তুর। আপাতত দেখে নিন সেই ভিডিও।