এক মাসের বেশি হয়ে গিয়েছে চলে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর থেকে বলিউডের নেপোটিজম বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। সুশান্তের মৃত্যুর সঙ্গে সঙ্গে নাম জড়িয়েছিল সলমন খান করণ জোহরদেরও। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে, এমনটা লিখিত শিলমোহর পাওয়ার পরেও নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছিল মুম্বই পুলিশ। অভিনেতার পরিবার সহ প্রায় ৩৫ জনের বয়ান রেকর্ড করেছিলেন তাঁরা। তবে সেই তালিকায় এখনও সলমন খানের নাম নেই। তবে কি এবার তাঁর পালা?
গত সপ্তাহে সলমনের প্রাক্রন ম্যানেজার রেশমা শেঠীকে ডেকেছিল পুলিশ। থানায় বসিয়ে প্রায় ৫ ঘন্টা তাঁকে জেরা করা হয়। তারপর থেকেই শোনা যাচ্ছিল এবার হয়তো ডাকা হবে সলনন খানকে। কিন্তু সেরকম কোনও সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ।
আনুষ্ঠানিকভাবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সল্লুমিয়াঁর কোনও সম্পর্ক নেই, তাই তাঁকে জেরা করার কোনও প্রশ্নই নেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কোপের মুখে সলমন খান, করণ জোহর, আলিয়া, অনন্যা পাণ্ডেরা। বারবার নেপোটিজম তিরে বিদ্ধ হতে হয়েছে তাঁদের। সুশান্তের শেষ ওয়েব সিরিজে সুশান্তের জায়গায় সুরজ পাঞ্চালিকে কাস্ট করতে চেয়েছিলেন ভাইজান, আর তা থেকেই 'কাই পো চে' অভিনেতার সঙ্গে তাঁর মনোমালিন্য শুরু, শোনা যাচ্ছিল এমনটাই।