করোনার কারণে চলতি বছরের মারাত্মক অবস্থা। পিছিয়ে দিতে হচ্ছে নানা রকম পরিকল্পনা। চলতি বছরে সিনেমা হল বা শপিং মল আর খুলবে না বলেই ধরে নিয়েছেন অনেকে। হিন্দি টেলিভিশনে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস শুরু হওয়ার কথা সেপ্টেম্বরের শেষ থেকে। তবে কবে থেকে শুরু হবে বিগ বস তা নিয়ে দর্শকদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। সবই তো ঠিক আছে, কিন্তু রিয়্যালিটি শোয়ের যিনি হোস্ট তিনি কি করবেন? কারণ সেই মানুষটির নাম সলমন খান।
শোনা যাচ্ছে এবারের বিগবস হবে আগের পর্বগুলির থেকেও ধামাকাদার। নতুন পর্বের নামকরণ হয়েছে 'বিগ বস ১৪ হোগা রকিং' এমনটাও শোনা গিয়েছিল। আর তার জন্য নাকি বেহায় খাটছেন সলমন। সেই যে লকডাউন শুরু হওয়ার আগে পানভেলে বাগান বাড়িতে চলে গিয়েছিলেন ভাইজান, আর তো ফেরেননি। তাই ফার্মহাউজে বসেই শ্যুটিং সেরেছেন তিনি।
এর আগে শোনা গিয়েছিল বিগ বসের নতুন সিজনের প্রতিটি পর্বের জন্য সলমন খান পারিশ্রমিক নিচ্ছেন ১৬ কোটি টাকা। নিয়া শর্মা, ভিভিয়ান ডি'সেনাসুরভি জ্যোতি, জসমিন ভাসির, আলিশা পানওয়ার, মানসী শ্রীবাস্তব সহ বহু পরিচিত মুখ এবারের বিগ বসে অংশ নিতে পারেন।