প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং
রাজপুত। মৃত্যুকে ঘিরে বহু জলঘোরা হয়েছে। প্রসঙ্গত, ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতে
আত্মহত্যা করেন সুশান্ত। তারপর থেকেই সলমন খানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। সম্প্রতি সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে কেরিয়ার শেষ করে দেওয়ার
তোপ দেগেছিলেন পরিচালক অভিনব কাশ্যপ। তারপরেই সলমনের ভাই অভিনেতা সোহেল খান তাঁর বিরুদ্ধে
মানহানির মামলা দায়ের করেছেন। সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে কার্যতই ভেঙে পড়েছে তাঁর
পরিবার ও ভক্তরা। বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনাও শোনা গিয়েছে তারপর। তবে এই ঘটনার পরও
অভিনেতার পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন সলমন খান।
তবে সল্লু মিঁয়া টুইটারে, তাঁর ভক্তদের
সুশান্তের ফ্যানেদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। অভিনেতাকে হারিয়ে
পরিবার ও ভক্তদের মনের অবস্থা বোঝার চেষ্টা করার পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি লেখেন, ‘‘আমার ফ্যানেদের অনুরোধ করছি এই দুঃসময়ে সুশান্তের ফ্যানেদের
পাশে দাঁড়াতে। তাদের মনে অবস্থা বুঝে কোনো খারাপ কথা বলা এবং বাজে ব্যবহার করা থেকে
বিরত থাকুন। পারলে তাদের পাশে দাঁড়ান ও পরিবারের পাশে থাকুন। প্রিয়জনের চলে যাওয়ার
ক্ষতি অপূরণীয়।”তবে কেবল সলমনই নন,
বেশকিছু পরিচালকও রয়েছে অভিযুক্তের তালিকায়।