আবার বিতর্কিত মন্তব্য করে বসলেন কঙ্গনা রানাউত। মহাত্মা গান্ধীকে খুশি
করতেই প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, এমন কথায় শোনা গেল কঙ্গনার
মুখে।
শনিবার সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানান কঙ্গনা রানাউত।
কঙ্গনা রানাউত টুইটে লেখেন, ''ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনিই সবথেকে উপযুক্ত ও
নির্বাচিত ব্যক্তি ছিলেন। মহাত্মা গান্ধীর ইচ্ছাপূরণ করতেই তিনি নেহেরুকে প্রধানমন্ত্রী
পদ ছেড়ে দেন। কারণ, তাঁর মনে হয়েছিল নেহেরু বেশি ভাল ইংরাজিতে স্বচ্ছন্দ। এতে সর্দার
প্যাটেলের কোনও ক্ষতি হয়নি। কিন্তু এই সিদ্ধান্তের জন্য পরের কয়েক দশক ভুগতে হয়েছে
দেশকে।''
এখানেই শেষ নয়, আরও একটি টুইট করেছেন কঙ্গনা। লিখেছেন, ''তিনিই (সর্দার
প্যাটেল) ভারতের আসল লৌহ মানব। আমি বিশ্বাস করি যে গান্ধিজি নেহেরুর মতো দুর্বল মনের
কাউকেই চেয়েছিলেন, যাতে তিনি তাঁকে সামনে রেখে নিজে রাষ্ট্র পরিচালনা করতে পারেন,
এটি একটি ভাল পরিকল্পনা হলেও গান্ধিজির নিহত হওয়ার পরে যা ঘটেছিল তা ছিল বড় বিপর্যয়''।
শনিবার গোটা দেশজুড়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবর্ষিকী উপলক্ষে পালিত
হয় 'জাতীয় ঐক্য দিবস'।