বলিউডে মাদকচক্রের জাল ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত তা এখনই বোঝা যাচ্ছে না।
তবে মাদক গ্রহণে কে কতদূর এগিয়েছেন তা জানতে এবার সক্রিয় হয়েছে নারকোটিক্স কন্ট্রোল
ব্যুরো। এবার দীপিকা পাডুকন, সারা
আলি খান, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠাল এনসিবি। সমন গিয়েছে সিমন খাম্বাটার
কাছেও।
বর্তমানে শ্যুটিংয়ের জন্য গোয়ায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ম্যানেজার
করিশ্মা প্রকাশের সঙ্গে তার মাদক নিয়ে আলোচিত একটি চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়। তবে
আপাতত নাকি কোনও সিনেমার শ্যুটিং করছেন না দীপিকা। বরং নিজের আইনজীবীদের সঙ্গে আলোচনা
শুরু করেছেন অভিনেত্রী। এর মধ্যেই বুধবার এনসি'র শমন পৌঁছায় দীপিকার কাছে। শুক্রবারের
মধ্যে দীপিকাকে এনসিবির অফিসে হাজির হতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ৩ জন আইনজীবীর সঙ্গে জোরকদমে আলোচনা চালাচ্ছেন দীপিকা পাডুকন।
সারা আলি খান বা রকুল প্রীত সিং কবে এনসিবি অফিসে যাচ্ছেন তা এখনও জানা যায়নি।