সদ্য প্রয়াত হয়েছেন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের এক কর্মী অভিজিত। তার মৃত্যুতে
শোকের ছায়া নেমেছে পরিচিত, ঘনিষ্ঠ মহলে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টএর কর্মী যখন তখন
সেই ঘনিষ্ঠ মহলে থাকবেন শাহরুখ খানও। অভিজিতের মৃত্যুতে নিজের টুইটার হ্যান্ডেলে শোক
প্রকাশ করলেন কিং খান।
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অভিজিতের মৃত্যু সংবাদ জানিয়ে টুইটার
হ্যান্ডেলে একটি শোক সংবাদ প্রকাশ করেন। সেটিরই রিটুইট করেন শাহরুখ। জানান তিনি একজন
খুব ভাল বন্ধুকে হারিয়েছেন। অভিজিতের সঙ্গে ভাল খারাপ দুটো সময়ই
কাটিয়েছিলেন কিং খান একথা জানাতেও ভোলেননি শাহরুখ৷ রেড চিলিজ এন্টারটেইনমেন্টের জন্য
অভিজিতের মৃত্যু অপূরণীয় ক্ষতি, এমনটাই মত তাঁর।
প্রসঙ্গত, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট হওয়ার আগে শাহরুখ খান, জুহি চাওলা এবং
আজিজ খান মিলে তৈরি করেন ড্রিমস আনলিমিটেড প্রযোজনা সংস্থা। ১৯৯৯ সালের এই প্রযোজনা
সংস্থার অন্যতম হিট দুটি সিনেমা ছিল 'অশোকা' ও 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি'। ২০০৩
'এ ড্রিমস আনলিমিটেড পরিবর্তিত হয় 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'। যোগ দেন শাহরুখপত্নী
গৌরি খানও৷ রেড চিলিজ এন্টারটেইন্মেন্ট প্রযোজিত প্রথম সিনেমা ছিল 'ম্যায় হু না।'