লকডাউনের জেরে দীর্ঘদিন বাড়িতে থেকে পরিবারের মানুষগুলোকে যেন নতুন করে চিনতে শিখছি আমরা সকলেই। এই কঠিন সময়
ভালবাসার বন্ধনে আরও বেঁধে রাখতে শেখাচ্ছে সকলকে। ব্যতিক্রমী নন কিং খানও৷ বর্তমানে
স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনিও।
সোশ্যাল মিডিয়ায় একি সেলফি আপলোড করে এই কথাগুলিই যেন জানালেন 'বাদশা'।
এই সময়কালে শাহরুখ অনুভব করেছেন বেশ কিছু বিষয় যা হয়তো এর আগে কখনও ভেবে
দেখেননি তিনিও। এই সময়কালে তিনি বুঝতে পারছেন ভালবাসা কঠিন সময়ে লড়তে শেখায়। আর সেটায় এখন তিনি শিখছেন। প্রতিদিন কৃত্রিমতার
বেড়াজালে যেভাবে আমরা আবদ্ধ হয়ে চলেছি তা থেকে মুক্তির জন্য এই সময়টাকেই ব্যবহার করা
উচিত বলে পরামর্শ তাঁর।
এমনিতেই বহুদিন ধরে বড় পর্দায় নেই শাহরুখম আনন্দ এল রাইয়ের রোমান্টিক ড্রামা
'জিরো' তে দেখা গিয়েছিল তাঁকে। এই সিনেমায় কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। শাহরুখের
রেড চিলিজ এন্টারটেইনমেন্টএর প্রযোজনায় এসেছে
ওয়েব সিরিজ 'বার্ড ওফ ব্লাড'। রেড চিলিজ প্রযোজনা করেছিল অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু
অভিনীত 'বদলা'।