সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা কখন যে শিবসেনা- কঙ্গনা সংঘাতে পিরিণত
হয়েছে তা আগে বোঝা যায়নি। যখন বোঝা গেল তখন উভয়ের সংঘাত তুঙ্গে৷ এর মধ্যেই মহারাষ্ট্রের
রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। রাজভবন থেকে বের হয়ে কঙ্গনা জানালেন, ''আমার
সঙ্গে যে অন্যায় হয়েছে তা জানিয়েছি, আশা করি ন্যায়বিচার পাব।"

রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির
সঙ্গে দেখা করার কথা ছিল কঙ্গনা রানাউতের। কিন্তু রাজ্যপালের সঙ্গে সময়ের বেশ খানিকটা
আগেই দেখা করেন কঙ্গনা । সঙ্গে যান দিদি ও ম্যানেজার রংগলি চান্দেল।
তবে কঙ্গনা রানাউতকে উদ্দেশ্য করে
শিবসেনা নেতা সঞ্জয় রাউতের আক্রমণের ধার এখনও কমেনি। সামনাতে তিনি লেখেন, এটা দুঃখজনক,
যে কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করেন, আর তাঁকেই মহারাষ্ট্রের
প্রধান বিরোধী দল সমর্থন দিচ্ছে। পাল্টা দিতে ছাড়েননি কঙ্গনাও। তিনিও চাছাছোলা ভাষায়
সঞ্জয় রাউতকে আক্রমণ করেন। 'মণিকর্নিকা' অভিনেত্রী বলেন, ''ওয়াও! এটা দুর্ভাগ্যজনক
যে, বিজেপি এমন একজনকে সুরক্ষা দিচ্ছে যে মাদক ও মাফিয়া পর্দা ফাঁস করেছে। তার পরিবর্তে
বিজেপির উচিৎ ছিল, শিবসেনার গুন্ডারা যাতে আমার মুখ ভেঙে দেয়, ধর্ষণ করে বা প্রকাশ্যে
গণপিটুনি দেয়, সেটা করতে দেওয়া।' তাই না সঞ্জয়জী? একজন মহিলা যে মাফিয়াদের বিরুদ্ধে
রুখে দাঁড়িয়েছে, তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস হয় কী করে ওদের?''
