শনিবার জেরা করা হয় দীপিকা পাডুকন, সারা আলি খান, শ্রদ্ধা কপুরকে। বুধবার
সমন পাঠানোর পর শুক্র ও শনিবার ধরে চলেছে জেরা পর্ব। শোনা যাচ্ছিল, আবার এনসিবির কাছ
থেকে সমন পেতে পারেন দীপিকারা৷ কিন্তু এখুনি অভিনেত্রীদের দ্বিতীয়বার সমন পাঠানোর চিন্তাভাবনা
করছে না নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, একথা জানিয়ে দিলেন এনসিবি ডিডিজি মুথা অশোক জৈন।
সূত্রের খবর শনিবার জেরার সময় তিনবার আধিকারিকদের সামনে ভেঙে পড়েন দীপিকা।
গোয়াতে শাকুন বাট্রার একটি সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। এনসিবি'র সমন পেয়ে নিজস্ব
চাটার্ড ফ্লাইটে মুম্বই ফেরেন অভিনেত্রী। তারপরেও শনিবার এনসিবি দফতরে পৌঁছান। সকাল
৯:৫০ মিনিটে দফতরে আসেন দীপিকা, বিকেল ৩:৩০ নাগাদ তাঁকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো
অফিস থেকে বেরোতে দেখা যায়। এদিন তাঁর পাশাপাশি জেরা করা হয় শ্রদ্ধা কপুর, সারা আলি
খানকেও।
সূত্রের খবর, তিন বার ভেঙে পড়লেও এনসিবি আধিকারিকরা জানান কোনওরকম 'ইমোশনাল
কার্ড'-এ চিঁড়ে ভিজবে না। ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত হোয়াটস
আপ চ্যাটের বিষয়টি এদিনও অস্বীকার করেছেন দীপিকা। পরে দীপিকা পাডুকন ও করিশ্মা প্রকাশকে
মুখোমুখি বসিয়ে জেরা করেন এনসিবি আধিকারিকরা। 'বাজিরাও মাস্তানি' অভিনেত্রীর মতো মাদকযোগের
কথা স্বীকার করেননি শ্রদ্ধা কপুর ও সারা আলি খানও।