সুশান্ত মামলায় এনসিবি'র জালে আরও ছয়
সুশান্ত সিং রাজপুত কাণ্ডে নয়া মোর। তাঁর মৃত্যুতে জড়িয়ে গিয়েছে মাদক যোগ।
রবিবার মুন্বই থেকে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করল এনসিবি।
এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। যে ছ'জন এনসিবি'র
জালে ধরা পড়েছে তারা হল করমজিৎ সিং আনন্দ, ডোয়েন ফার্নান্ডেজ, সংকেত প্যাটেল, অঙ্কুশ
আনরেজা, সন্দীপ গুপ্তা, ও আফতাব ফাতেহ আনসারি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া চালানোর সময় এই ছ'জনের নাম
পান আধিকারিকরা। এই আনন্দই ছিল মূল মাদক পাচারকারি। বলিউড ইন্ডাস্ট্রিতেও সেই মাদক
পাচার করত। শৌভিক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ ছিল ফার্নান্ডেজের। তার কাছ থেকে সুশান্ত
মাদক পেতেন বলে অনুমান আধিকারিকদের। সে মূলত গাঁজা ও অন্যান্য মাদক বিনিময়ের বিষয়গুলি
দেখত। আনন্দের হয়ে কাজ করত সঙ্কেত প্যাটেল। সন্দীপ গুপ্তা আগে পেশায় ছিল একজন রিক্সাচালক৷
তাই মাদক নিয়ে যাওয়া-আসার কাজটা তাঁর রিকশার মাধ্যমেই হত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখনও মূল অভিযোগের তির প্রেমিকা রিয়া
চক্রবর্তীর দিকে। মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় তিনদিনের জেরার পর গত
মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে এনসিবি৷ গ্রেফতার করা হয় রিয়ার ভাই শৌভিককেও৷ দুজনের কেউই
জামিন পাননি এখনও।