সুশান্ত কান্ডে আবার এল সারা আলি খানের নাম। কেদারনাথ এর সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সারা। কিন্তু সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। সারা সুশান্তের জীবন থেকে বিদায় নেওয়ার পরেই আগমণ হয় রিয়ার। তবে আগেই সুশান্ত সারার সম্পর্ককে পবিত্র বলে দাবি করেছিলেন সুশান্তের কাছের বন্ধু স্যামুয়েল । এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে স্যামুয়েল বলেছেন কেদারনাথের শ্যুটিং থেকে প্রমোশন, সব সময়ই সারার সঙ্গে দেখা যেত সুশান্তকে। তাঁদের মধ্যে ছিল একেবারে অন্য রকমের সম্পর্ক। তাঁরা একে অন্যকে যেমন ভালবাসতেন তেমনি সম্মানও করতেন। ফলে সারা এবং সুশান্ত একে অপরকে খুব ভালভাবে বুঝতেন। কিন্তু সেই সম্পর্কের বন্ধন ও দৃঢ়তা রিয়ার সঙ্গে সুশান্তের তৈরি হয়নি।
এদিকে এরপরই সারাকে আক্রমণ করেন অভিনেতী কংনা রানাউত। তিনি বলেন, বলিউডের 'নেপো-কিডসরা' এরকম। 'বহিরাগতদের স্বপ্ন দেখিয়ে তারপর ছুড়ে ফেলে দেওয়াটাই তাদের অভ্যাস৷