একতা কপুর মানেই এক গুচ্ছ টেলি সিরিয়াল। ২০০০ এর দশকের 'কাহানি ঘর ঘর কি',
'কিঁউ কি সাঁস ভি কাভি বহু থি', 'কাহি তো হোগা'র মতো জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের মন
জয় করেছিল। স্টার প্লাসের প্রায় ট্যাগলাইন হয়ে গিয়েছিল 'কে ফর একতা'। এখনও ছোটপর্দার
দর্শকদেরখুশি রাখতে ভালবাসেন একতা। তাঁর প্রযোজিত 'নাগিন' দর্শকমহলে দারুণ প্রশংসিত
হয়। সম্প্রতি একতা জানিয়েছেন নাগিন সিরিজের পঞ্চম সিজনও ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছেন
তিনি।
আসলে 'নাগিন' এর চতুর্থ সিজন সেইভাবে জমেনি। তবে এখনই তড়িঘড়ি চতুর্থ সিরিজ
শেষ করতে চান না। বরং সেটা শেষ হবে দারুণভাবে। সমস্ত পরিকল্পনা সারা। দর্শকদের জন্য
টুইস্ট যে এখনও বাকি রয়েছে তা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছেন তিনি। আরও
চার পাঁচটি পর্ব লাগবে চতুর্থ সিজন শেষ করতে।
তারপরেই শুরু হবে 'নাগিন' এর পঞ্চম সিজন। আর সেটা দর্শকদের আএওও বেশি পছন্দ
হবে বলে জানিয়েছেন প্রযোজক একতা কপুর।