লকডাউন পর্বে ছোয়পর্দায় ফিরে এসেছে বহু পুরনো ধারাবাহিক দূরদর্শনে পুনঃপ্রচারিত
হচ্ছে মহাভারত, রামায়ণ, ব্যোমকেশ সহ একাধিক ধারাবাহিক। এবার সেই তালিকায় সংযোজিত হতে
চলেছে 'শ্রীকৃষ্ণ'র নাম।
১৯৯৩-৯৬ সাল পর্যন্ত দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল 'শ্রীকৃষ্ণ'। রামানন্দ
সাগর নিবেদিত এই ধারাবাহিক তাঁর 'রামায়ণ' এর মতোই জনপ্রিয় হয়। সকাল ৯টা বাজলেই সেই
সময়ের দর্শককে চুম্বকের মতো আকর্ষণ করত 'শ্রীকৃষ্ণ'। আবাল-বৃদ্ধ-বণিতা বসে যেত টিভির
সামনে। এবার আবার শুরু হতে চলেছে সেই ধারাবাহিক। তবে কখন বা কবে থেকে 'শ্রীকৃষ্ণ' শুরু
হবে তা এখনও জানা যায়নি।
সকাল ৯টা ও রাত ৯টায় সম্প্রচারিত
হচ্ছে 'রামায়ণ'. দুপুর ১২টায় হয় 'মহাভারত'। সন্ধ্যে ৭টাতেও আবার বেজে ওঠে 'মহাভারত'
এর পাঞ্চজন্য। এবার 'শ্রীকৃষ্ণ'। অতঃপর একথা পরিষ্কার যে লকডাউন এত সহজে ওঠার নয়। কোভিড-১৯
এর প্রকোপে দেশের যা অবস্থা তাতে এই মুহূর্তে
লকডাউন তুললে বিপদ বাড়বে বই কমবে না। তাই ঘরবন্দি মানুষকে একই সংঙ্গে অবসাদমুক্ত রাখা
ও নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে যাওয়ার এই পন্থা সত্যিই প্রশংসনীয়।