ভারতীয় টেলিভিশনের অন্যতম মিষ্টি
অফ স্ক্রিন কাপল ছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’র
মানব ও অর্চনা হতে পারতেন বাস্তব জীবনেও জীবনসঙ্গী। অন্তত সেভাবেই পথ চলা শুরু
করেছিলেন দু’জনে। কিন্তু দীর্ঘ ছ’বছত্রের সম্পর্ক ভেঙ্গে বেরিয়ে এসেছিলেন সুশান্ত
সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। কিন্তু কি এমন হয়েছিল যে সম্পর্ক ভাঙ্গার মতো পদক্ষেপ
নিয়েছিলেন টিনসেল টাউনের এই লাভবার্ডস।
মানব-অর্চনা হিসেবেই প্রথম দেখা
হয়েছিল সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের। অপোজিট অ্যাট্রাক্টস বলে ইংরেজিতে
যে কথাটি আছে তা যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে উঠেছিল দুজনের জীবনে। দুজনের মধ্যে ছিল
চূড়ান্ত অমিল। ‘পবিত্র রিশতা’-র অর্চনার মতো মোটেই লাজুক ছিলেন না অঙ্কিতা। অন্যদিকে
সুশান্ত ছিলেন একেবারেই মিতভাষী। অঙ্কিতা যেখানে শ্যুট শেষে সকলের সঙ্গে বসে গল্প
করতেন সুশান্ত সেখানে দূরে এক কোণে বসে ল্যাপটপে সিনেমা দেখতেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দু’জনেই
বুঝতে পারলেন তাঁরা একে অপরের প্রতি আকর্ষিত হচ্ছেন। সেই শুরু বন্ধুত্বের। তারপরই
প্রেম। এ’প্রসঙ্গে একবার মজা করে সুশান্ত বলেছিলেন, ‘অঙ্কিতা আমাকে অপছন্দ করত।
কিন্তু শেষ পর্যন্ত ও হ্যাঁ বলেছিল। আসলে আপনি যখন ১৬-১৭ ঘন্টা একজন মানুষের সঙ্গে
সময় কাটাচ্ছেন আর সে আপনাকে ক্রমাগত হ্যাঁ বলার জন্য জোর করে যাচ্ছে তখন স্বাভাবিক
ভাবেই আপনার হাতে আর কোনও চয়েস থাকবে না।’
ছ’বছরের সম্পর্কে সুশান্ত
কোনওদিনই চাইতেন না তাঁর ব্যক্তিজীবন প্রকাশ্যে আসুক। ফলে অনেকে জানতেই পারেননি
তাঁদের প্রিয় অনস্ক্রিন কাপল কবে অফস্ক্রিন কাপল হয়ে গিয়েছে। আর এর থেকেই সমস্যা
শুরু। এর থেকেই অঙ্কিতার মনে এসেছিল অনিশ্চয়তা। তাঁর মনে হয়েছিল সুশান্ত তাঁদের
সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন না। অবশেষে রিয়্যালিটি শোয়ে এসে দু’জনেই প্রথম স্বীকার
করেন নিজেদের ভালবাসার কথা। অঙ্কিতাকে অবাক করে দিয়ে প্রকাশ্য মঞ্চে তাঁকে প্রপোজ
করেন লাজুক সুশান্ত।
ইতিমধ্যেই শেষ হয় ‘পবিত্র রিশতা’।
কাজ থেকে কিছুদিনের জন্য ব্রেক চাইছিলেন অঙ্কিতা। এদিকে সুশান্তও পা বড়িয়েছিলেন
বলিউডের দিকে। মুক্তি পেয়েছিল সুশান্ত অভিনীত প্রথম সিনেমা ‘কাই পো চে’। এরপর আর
পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট দিতে থাকা সুশান্তের প্রতি মেয়েদের
অনুরক্ত হয়ে পড়া মোটেই ভালভাবে নিতে পারছিলেন না অঙ্কিতা লোখান্ডে। বলা হয়
সুশান্তের সাফল্যই তাঁদের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।
শোনা যায়, পরিবারের চাপের মুখে
উজ্জ্বয়িনীতে বিয়ে সেরেছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। কিন্তু এ’কথা
কখনওই দু’জনের কেউই স্বীকার করেননি।
গত বছর জুন মাসে প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত। অঙ্কিতা লোখান্ডেও ফিরে
গিয়েছেন নিজের জীবনে। শিল্পপতি বিকাশ কুমার জৈনের সঙ্গে চুটিয়ে প্রেমও করছেন। শুধু
ঝরে গিয়েছে একটি না ফোটা সম্ভাবনা, যেটি হয়তো এক সুদৃশ্য পুষ্পের আকার নিতে পারত।