তিনি কিং খানের কন্যা, তাই বিনোদন জগতে সেভাবে পা
না রাখলেও সুহানা খানকে নিয়ে চর্ভা সবসময়তেই লেগে থাকে। সুহানাকে দেখতে শাহরুখের মক্তো,
একথা অন্রকেই বলেন। তবে সত্যিই কি তিনি পিতৃমুখী, সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন বাদশা
পত্নী গৌরি খান।
সম্প্রতি সুহানা খানের একটি ছবি ভাইরাল হয়। সেখানে
অবশ্য সুহানার সঙ্গে আরও একটি ছবি ছিল। সেই ছবিতেই প্রকাশ পেয়েছে সুহানাজে দেখতে অবিকল
তাঁর ঠাকুমা লতিফ ফাতিমা খানের মতো। বেশ অনেকখানিই মিল রয়েছে সুহানা খানের সঙ্গে তাঁর।
শাহরুখ খানের মায়ের সঙ্গে তাঁর মেয়ের মুখের আদলের
মিল দেখে উচ্ছ্বসিত বাদশা খানের ভক্তরা। এমনকী সুহানা তাঁর ঠাকুমার প্রতিমূর্তি বলেও
অনেকে মন্তব্য করতে শুরু করেন।
সুহানা এখনও বি টাউনে পা রাখেননি। কবে রাখছেন তাও
এখনও নিশ্চিত করে বলা যায়নি। বর্তমানে নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম নিয়ে
পড়াশোনা করছেন সুহানা। পড়াশোনা শেষ হলে তবেই মেয়ে রুপোলি জগতে পা রাখবেন মেয়ে জানিয়েছেন শাহরুখ।