গত ৮ই জানুয়ারি কলকাতার জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল 'নান্দনিক মানুষ' এর চল্লিশতম
আন্তর্জাতিক শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান নবরস নৃত্য উৎসব।অতিমারিতে দীর্ঘ নয়মাস অনুষ্ঠান
বন্ধ রাখার পর আবার এই সংস্থা তাঁদের অনুষ্ঠান নিয়ে মঞ্চে ফিরল।
উক্ত সন্ধ্যায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শকুন্তলা
বড়ুয়া,জনপ্রিয় সঞ্চালক ও সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়,বিশিষ্ট নৃত্যশিল্পী পলি গুহ,ডঃ
মহুয়া মুখোপাধ্যায়,বনানী চক্রবর্তী,কাশ্মীরা সামন্ত,অনুরেখা ঘোষ,সৌভিক চক্রবর্তী,রাজীব
ভট্টাচাৰ্য,ডঃ শতাব্দী আচার্য,তিলোত্তমা রায় চৌধুরী ও আলোকচিত্রশিল্পী অনুদীপা মজুমদার।
পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছিলেন এই অনুষ্ঠানে
নৃত্য পরিবেশন করতে। পরিবেশিত হয় ভরতনাট্যম,ওড়িশি,কত্থক,মণিপুরী,বটু র মত বিভিন্ন নৃত্যশৈলী।অনুষ্ঠানের
অন্তিম লগ্নে সংস্থার কর্ণধার রক্তিম সেন সকল শিল্পী ও অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করেন।সমগ্র
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সুচরিতা রায়।