মানুষের জীবনে পর্ন অর্থাৎ নীলছবির প্রভাব বহু। কজন জানেন একথা। অথচ নীল ছবি দেখে আনন্দ পান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পর্ন দেখার সময় স্বাভাবিকভাবেই মানুষের শরীরে দেখা দেয় পরিবর্তন। সেটা মস্তিষ্ক এবং দেহ উভয় ক্ষেত্রেই। আর এর থেকে পরবর্তীতে ব্যক্তিগত জীবনেও প্রভাব পড়তে পারে ভয়ঙ্কর রকমের।যেমন, পর্ন-দর্শন প্রথমে প্রভাব ফেলে মস্তিস্কের উপরে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকিয়াট্রিস্টরা বলেছেন, অতিরিক্ত পর্ন মস্তিস্কের উপরে এমন প্রভাব ফেলে, যা ড্রাগ অ্যাডিকশনের থেকে কোনও অংশেই কম নয়।তারপর ধীরে ধীরে আপনার একাধিক অভ্যেস বদলে দিতে পারে পর্ন। নিয়মিত এবং অতিরিক্তমাত্রায় পর্ন দেখলে হ্যালুসিনেশন কাজ করার সম্ভাবনা থেকে যায়। ফলে যে কোনও বস্তু, বিষয় বা নাম আপনার মস্তিস্ক ধারণ করতে সময় নেয়।
পর্ন-দর্শন খুব স্বাভাবিকভাবেই আপনাকে উত্তেজিত করবে। সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে অন্যভাবে কল্পনা করে থাকবেন। এছাড়া স্মৃতিশক্তিও দুর্বল হতে পড়তে পারে। সামান্য সামান্য বিষয়ও ভুলে যেতে পারেন। কারণ সেই সময় পর্ণ স্নায়ুকে নিয়ন্ত্রণ করবে৷এছাড়া অনেকেই নিয়মিত পর্ন দেখার ফলে পর্ন নির্ভর হয়ে পড়েন। এর ফলে দেখা যায় শারীরিক কোনও চাহিদা তৈরি না-হলেও একটা নির্দিষ্ট সময়ে আপনায় দেহ চাইবে উত্তেজিত হতে। অর্থাৎ, এটা এমন এক অভ্যেসে পরিণত হবে, যার ফলে আপনি আপনার শরীর এবং মনকে কোনওভাবেই নিয়ন্ত্রিত করতে পারবেন না।