দীপিকা, সারা, শ্রদ্ধাদের ফোন জমা রাখল এনসিবি
শনিবারই এনসিবি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল দীপিকা পাডুকন, সারা
আলি খান ও শ্রদ্ধা কপুরকে। শুক্রবার জেরা করা হয় মাদক নেওয়ার অভিযোগে অভিযুক্ত আর এক
অভিনেত্রী রকুল প্রীত সিংকে। সূত্রের খবর, এই চার অভিনেত্রীর ফোন জমা রেখেছেন আধিকারিকরা।
তদন্তের ব্যাপারে মোবাইল থেকে কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকেই অভিনেত্রীদের সকলকে ফোন জমা রাখার নির্দেশ
দেওয়া হয়। এছাড়াও এনসিবি'র কাছে নিজের মোবাইল ফোন জমা রেখেছেন দীপিকা পাডুকনের ম্যানেজার
করিশ্মা প্রকাশ। ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটার কাছেও গিয়েছিল এনসিবির সমন। তাই জিজ্ঞাসাবাদের
পর তাঁর ফোনও জমা রেখেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। মোবাইল জমা রাখা হয়েছে
সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহারও। এনসিবি কর্তৃপক্ষ জানিয়েছেন,
অভিনেত্রীদের বিরুদ্ধে এখনও জোড়ালো কোনও প্রমাণ পাওয়া যায়নি, তাই সকলকে বাড়িতেই থাকার
অনুমতি দেওয়া হয়েছে।
শনিবার করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের এক কর্মচারীর বিরুদ্ধে
মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে ক্ষিতীশ প্রসাদকে গ্রেফতার করেন এনসিবি'র কর্তারা। তাঁর
হোয়াটস আপ চ্যাটের একটি বিশেষ অংশ সামনে আসার পর প্রমাণ হয় মাদক চক্রের সঙ্গে তাঁর
সরাসরি সংযোগ ছিল।