এনসিবি দফতরে সকাল সকাল হাজিরা দীপিকার, বেলা বাড়তে এলেন শ্রদ্ধা, সারা
মাদক মামলায় শনিবার দীপিকা পাডুকন সহ তিন অভিনেত্রীকে জেরা করল নারকোটিক্স
কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদঘাটন দিয়ে যে তদন্ত শুরু হয়েছিল
তাতে মাদক যোগ এখন বিরাট আকার নিয়েছে৷ ঝুলি থেকে বেড়াল বেরোনোর মতো বলিউডের অনেক রথী
মহারথীই যে মাদকাসক্ত সেসব খবর ধীরে ধীরে সামনে আসছে।
গত দু'সপ্তাহ ধরে যাদের নাম মাদক মামলায় জড়িয়েছে এবং এনসিবির কর্তাদের প্রশ্নের
সম্মুখীন হচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন দীপিকা পাডুকনও। শনিবার প্রথমবারের জন্য তাঁকে
জেরা করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো টিম৷ এদিন সকাল ৯:৫০ নাগাদ তিনি এনসিবি দফতরে
পৌঁছান। এতদিন গোয়াতে করণ জোহর প্রযোজিত একটি সিনেমার শ্যুটিং করছিলেন দীপিকা। বুধবারই
তাঁর কাছে যায় সমন। ১২ টা নাগাদ এনসিবি দফতরে আসেন শ্রদ্ধা কপুর। এদিন আধিকারিকরা তাঁর
বয়ান রেকর্ড করেন। সুশান্ত সিং রাজপুরের মাদক মামলায় কোনওভাবে শ্রদ্ধার জড়িত থাকার
সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সদস্যরা। দুপুর একটার
দিকে এনসিবি'র জোনাল অফিসে পৌঁছান সারা আলি খান। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে
জেরা করার সময় সারারও নাম সামনে আসে।
গত ৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। তাঁর বিরুদ্ধে সুশান্ত
সিং রাজপুতকে মাদক দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রিয়ার সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর ভাই
শৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা সহ বেশ কয়েকজন ব্যক্তি।