মি টু নিয়ে উত্তাল হলিউড, বলিউড, টলিউড। এর মধ্যেই এক বিতর্কিত মন্তব্যের
বোমা ফাটালেন মুকেশ খান্না। বি আর চোপড়ারর 'মহাভারত'-এর ভীষ্ম, শক্তিমানের জন্য পরিচিত
মুখ৷ তিনি সম্প্রতি দাবি করেছেন মিটু'র জন্য দায়ী কর্মরত মহিলারাই। তিনি আরও বলেন,
মি টু মুভমেন্ট শুরু হয়েছিল, কারণ মহিলারা নিজেকে পুরুষের সমান ভাবা শুরু করেছিলেন।
''
এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ''আমায় ক্ষমা করবেন, আমি কখনও কথা বলে ফেলি।
মহিলাদের আসল কাজ হল ঘরের যত্ন নেওয়া। মিটু-র সমস্যা তখন থেকে শুরু হয়েছিল, যখন মহিলারা
কাজ করা শুরু করেছিলেন। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলা শুরু করেছিলেন''।
প্রিয় 'শক্তিমান'-এর এহেন মন্তব্যে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ।
অনেকেই বেজায় বিরক্ত তাঁর এই কথাতে। কেউ কেউ মুকেশ খান্নাকে একহাত নিয়ে
লেখেন, ''এই মানুষটি অসুস্থ। ওনার কথা সংক্ষেপে বললে, মহিলারা যদি কাজের জন্য বাইরে
পা রাখেন তাহলে পুরুষরা কি তাঁদের উপর যৌন নির্যাতন করতে পারেন? মহিলারা যদি সুরক্ষা
চান তবে তাদের বাড়িতে থাকা উচিৎ। আপনার লজ্জা হওয়া উচিৎ।''
একজন আবার লিখেছেন, ''আমার এখন মনে হচ্ছে আমার শৈশব থেকে বহু মূল্যবান সময়
এই শক্তিমান দেখার জন্য নষ্ট হয়ে গেছে। এটা আমার জন্য ভীষনই বেদনাদায়কভাবে।"