সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কার্যত এক ঘরে সলমন খান। অনেকেই
তাঁর বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ। যার জেরে আপাতত বন্ধ থাকছে জনপ্রিয় রিয়্যালিটি শো
বিগ বস এর চতুর্দশ সিজন। আগত মাস থেকেই সম্প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষতির আশঙ্কা
করে আপাতত বিগ বস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ৷
আগামী ২৭ সেপ্টেম্বর থেকেই বিগ বস সম্প্রচারিত হওয়ার কথা ছিল। তাহলে হঠাৎ
কি এমন হল যে চ্যানেল কর্তৃপক্ষ এমন রমরমিয়ে চলা রিয়্যালিটি শোটি স্থগিত রাখার সিদ্ধান্ত
নিল? শোনা যাচ্ছে দর্শকরা এই মুহূর্তে সলমন খানকে উপস্থাপক হিসেবে নিতে মোটেই রাজি
নন৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে সমস্ত হেভিওয়েটদের নাম যুক্ত হয়েছে তাঁদের
মধ্যে সল্লু মিয়াঁও রয়েছেন৷ ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে দীর্ঘ কয়েক মাস ধরে ছড়িয়ে পড়েছে
একের পর এক মিম। তাই যতক্ষণ না পরিস্থিতির বদল ঘটছে ততদিন পর্যন্ত শো বন্ধ রাখতে চাইছে
চ্যানেল কর্তৃপক্ষ। যার জন্য হবে না বাকি শ্যুটিংও।
জানা যাচ্ছে, এই শোয়ের জনপ্রিয়তা ধরে রাখতে নির্মাতারা শোয়ের প্রতিযোগীদের
মধ্যে বড় তারকাদের আনতে চাইছেন। যদিও শেষমুহূর্তে অনেকেই এই শোয়ে যোগ দিতে চাননি বলে
খবর। শোনা যাচ্ছে সুস্মিতা সেনের ভাই রাজীব সেন, শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমন, 'ভাবিজী
ঘর পর হ্যায়' খ্যাত শুভাঙ্গী আত্রের এই শোয়ে যোগ দেওয়ার কথা থাকলেও পরে তাঁরা না করে
দেন।