শিবসেনা নেতা সঞ্জয় রাউতের তোপের হাত থেকে বাদ গেলেন না অভিনেতা অক্ষয় কুমারও।
এতদিন পর্যন্ত কঙ্গনা রানাউত ছিলেন তাঁর আক্রমণের শীর্ষে। এবার অক্ষয় কুমারসহ নীরব
বলি সেলেবদের আক্রমণ করে সঞ্জয় রাউত লেখেন, ''মুম্বইয়ের সম্মান নষ্টের চেষ্টা চলছে,
তবুও কেন নীরব? মুম্বই কি শুধু টাকা রোজগারের জায়গা?''
মুম্বইকে 'পাক আধিকৃত কাশ্মীর' বলেছিলেন কঙ্গনা। তারপর থেকে শিবসেনা কঙ্গনার
মধ্যে শুরু হয়েছে তাঁর প্রকাশ্য সংঘাত। উভয় পক্ষেই কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত। শিবসেনার
মুখপত্র 'সামানা' তে এ নিয়ে হয়েছে বিস্তর লেখালেখি। আর লিখেছেন শিবসেনা নেতা সঞ্জয়
রাউত। কিন্তু তারপরেও যে বলি তারকারা মুখ খোলেননি তাঁদের নীরবতাকে দ্রৌপদীর অপমানের
সময় পাণ্ডবদের নীরবতার সঙ্গে তুলনা করেন সঞ্জয় রাউত।
শিবসেনা নেতা লেখেন, ''মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁদের সাফলতা এনে দিয়েছে।
কঙ্গনার মন্তব্যের পর অন্তত অর্ধেক তারকার মুখ খোলা উচিত ছিল। কঙ্গনা যখন মুম্বইয়ে
পাকিস্তান অধিকৃত কাশ্মীর বললেন, তখন অক্ষয় কুমারের মতো কারও কথা বলা উচিৎ ছিল। মুম্বই
ওঁকে অনেক কিছু দিয়েছে। মুম্বই সবাইকে দেয়, কিন্তু কেউ মুম্বইয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার
করতে চায় না।" এইভাবেই কার্যত তোপ দাগেন শিবিসেনা নেতা।