হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা৷ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা৷ তবে এখনও হাসপাতালেই রয়েছেন অমিতাভ ও অভিষেক।
গত ১১ জুলাই করোনা রিপোর্ট পজিটিভ আসে সিনিয়র ও জুনিয়ির বচ্চনের। কিছু উপসর্গ থাকায় তাঁদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন জয়া বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যার কোভিড টেস্ট করানো হলে অ্যাশ ও আরাধ্যার রিপোর্ট পজিটিভ আসে৷ জয়ার রিপোর্ট নেগেটিভ এসেছিল। প্রথমে ঐশ্বর্য ও আরাধ্যার কোনও উপসর্গ ছিল না, তাই তাঁদের বাড়িতেই রেখে চিকিৎসা চলছিল। কিন্তু পরে দুজনেরই কিছু কিছু উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে দু'সপ্তাহ পর ঐশ্বর্য ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাই বাড়ি ফিরেছেন বচ্চন পরিবারের দুই সদস্য।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দারুণ ভাইরাল হয়। সেখানে দেখা যায় ঐশ্বর্য ও আরাধ্যা দের নিয়ে একটি গাড়ি বচ্চনদের বাংলো জলসায় এসে ঢুকছে৷ এর আগে অমিতাভ, অভিষেক, অ্যাশ ও আরাধ্যায় কোভিড সংক্রমণ ধরা পড়ায় জলসা স্যানিটাইজ করা হয়েছিল। সিলও করে দেওয়া হয়েছিল।