‘তান্ডব’ নিয়ে হইচই অব্যাহত। সইফ
আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ
জিশান আয়ুব অভিনীত ওয়েব সিরিজটির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা ও ধর্মীয়
উত্তাপ ছড়ানোর সম্ভাবনার অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রেও বিতর্কিত মন্তব্য করে
শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সম্প্রতি এক ব্যক্তি টুইট করে লিখেছিলেন মানুষের যখন তখন
অপমানিত বোধ করাটা এবার বন্ধ হওয়া উচিত। সেই টুইটটিরই রিটুইট করেন কঙ্গনা রানাউত।
তাতে তিনি লেখেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ ও শিশুপালের ৯৯টি দোষ
ক্ষমা করে দিয়েছিলেন। প্রথমে শান্তি, তারপর বিপ্লব। এবার সময়
এসেছে তাঁদের শিরচ্ছেদের(টেক অফ হেড) জয় শ্রীকৃষ্ণ।’ পরবর্তীতে
কঙ্গনা টুইটটি ডিলিট করে দেন।
কিন্তু তাতেও হইচই কমেনি। এক টুইটার ব্যবহারকারী কঙ্গনার
সমালোচনা করে লেখেন, ‘তান্ডব’ টিমের
বিরুদ্ধে হিংসাত্মক মন্তব্য করছেন কঙ্গনা রানাউত। যদিও কঙ্গনার অনুরাগীদের মধ্যে
কেউ কেউ তাঁকে সমর্থন করেন। এমনকি গুগল থেকে স্ক্রিনশট তুলে পোস্ট করে অনেকেই
প্রমাণ করার চেষ্টা করেন যে অভিধান অনুযায়ী ‘টেক অফ হেড’
কথাটির অর্থ তিরস্কার করা, শিরচ্ছেদ নয়।

এরপর আবার একটি টুইট করেন কঙ্গনা। লেখেন, ‘যে লিব্রুরা ভয়ের চটে মায়ের কোলের মধ্যে শুয়ে কাঁদছেন, তাঁরা এটা পড়ুন। আমি আপনাদের মাথা কাটতে বলিনি, এটা
তো আমিও জানি যে কীটদের মারতে গেলে কীটনাশক ব্যবহার করতে হয়।’ প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘তান্ডব’-এর অভিনেতা-অভিনেত্রীদের হয়ে ক্ষমা চেয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর।