কোনওদিনই রাখঢাক করে কথা বলেন না কঙ্গনা রাবাউত। আর অভিনেতা সুশান্ত সিং
রাজপুতের মৃত্যুর পর 'ক্যুইন' এর প্রতিবাদী সত্ত্বা আরও বেশি করে প্রকট হতে উঠেছে।
সুশান্তের মৃত্যুর
পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে নেপোটিজম, দলবাজির মতো বিষয় নিয়ে সরব হয়েছিলেন তিনি।
সুশান্ত সিং রাজপুতকে রাজনীতি করে বলিউড মাফিয়ারা একাধিক সিনেমা থেকে সরিয়ে দিয়েছে
বলেও তোপ দেগেছিলেন তিনি। বর্তমানে অবশ্য কঙ্গনার হাতের অস্ত্র রুপোলি জগতের মাদক যোগ।
সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাডুকনের সঙ্গে মাদকের যোগ নিয়ে তোলপাড় বলিউড। দিন কয়েক
আগে দীপিকার সঙ্গে তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে।
বুধবার দীপিকা পাড়ুকোনকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সমন পাঠানো
হয়। আর তারপরেই আবার বিস্ফোরণ ঘটাতে শুরু করেন কঙ্গনা রানাউত। তিনি বলিউডকে বিদ্রুপ
করে বলেন, এই প্রথম 'বলিউড মাফিয়ারা' হয়ত ভাবছেন, সুশান্তের যদি মত্যু না হত কিংবা
কঙ্গনাকে যদি তাঁরা দূরে সরিয়ে না দিতেন তাহলে ভাল হত। এই প্রথম বি টাউনের অনেকেই আফশোষ
করছেন বলেও মন্তব্য করেন কঙ্গনার। পাশাপাশি 'বলিউড মাফিয়ারা' ভাবছেন যদি তাঁরা সময়কে
আবার পিছিয়ে নিয়ে গিয়ে তাঁদের ফিরিয়ে আনতে পারতেন।
এদিকে দীপিকা পাড়ুকোনের পাশাপাশি সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত
সিংয়ের কাছে পৌঁছেছে সমন। ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটা এবং দীপিকার ম্যানেজার করিশ্মা
প্রকাশকেও সমন পাঠিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দফতরে পাঠানো হয়েছে। শুক্রবারের
মধ্যে দীপিকাকে মুম্বইয়ের এনসিবি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Myrontyday
Apr 16, 2021 17:26 [IST]