'নমস্কার, আমি বব বিশ্বাস বলছি, ১ মিনিট'', এটাই হয়ে উঠেছিল ট্যাগ লাইন।
এই একটি উক্তি নিয়ে তৈরি হয়েছে হাজারখানেক মিম। সুজয় ঘোষের 'কাহানি' তে বব বিশ্বাসের
চিরিত্র করে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শান্ত স্বরে
স্মিত হেসে এই কথা বলার সঙ্গে সঙ্গে খুন করে ফেলত চরিত্রটি। তাই বব বিশ্বাস বলতে সিনেপ্রেমীদের
মনে ভেসে ওঠে পেতে আঁচড়ানো চুল, কালো ফ্রেমের চশমা আর বাঙালির চিরাচরিত ভুড়ি বিশিষ্ট
শাশ্বত চট্টোপাধ্যায়ের চেহারাটি।


দীর্ঘ ১০ বছর পর ফের একবার পর্দায় ফিরতে চলেছে 'বব বিশ্বাস' চরিত্রটি। সৌজন্যে
শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। 'কাহানি'র এই আইকনিক চরিত্রটিকে
নিয়েই গোটা একটা ছবি বানানোর পরিকল্পনা করে ফেলেছেন শাহরুখ। ছবি পরিচালক সুজয় ঘোষের
মেয়ে অন্নপূর্ণা ঘোষ। এই ছবির হাত ধরেই পরিচালক হিসাবে হাতেখড়ি হতে চলেছে তাঁর। তবে
এই ছবিতে খলনায়ক 'বব বিশ্বাস'-এর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় নয়, দর্শক দেখবে অভিষেক
বচ্চনকে। সম্প্রতি কলকাতার বিভিন্ন প্রান্তে ছবির শ্যুটিং করতে দেখা গিয়েছে অভিষেককে।
কিন্তু নতুন বব কে দেখে মোটেই খুশি নয় নেটজনতা। আর তার আভাস ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

