একদিকে শীতের শেষ আবার অন্যদিকে বছর
শেষ হতে চলেছে। এই সময় অনেকেই চান কোথাও ঘুরে আসতে। কিন্তু কোথায় যাবেন? অনেকেই চান একটু এই কোলাহল ছেড়ে নিরিবিলিতে সময় কাটাতে, তাহলে তার জন্য অবশ্যই যেতে হবে পাহাড়ের গ্রামে। কিন্তু এ
সবের মধ্যেও হিমালয়ের বেশ কয়েকটি গ্রামে শীতের ছুটি কাটিয়ে আসতে পারেন। খুব বেশি
ঠান্ডার মধ্যে পড়তে হবে না।
বোরং:
সিকিমের ছোট্ট গ্রাম। গ্যাংটক থেকে
সহজেই গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন। তবে শীতে খুব কষ্ট পেতে হবে না। কারণ এই
গ্রামে রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। সেখানে আরামেই থাকতে পারবেন কয়েক দিন।
জিরো:
অরুণাচল প্রদেশের ছোট্ট গ্রাম।
পর্যটকদের খুব প্রিয়। যদিও শীতে খুব কম মানুষই বেড়াতে যান। ফলে একেবারে ফাঁকা।
মুক্তেশ্বর:
উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
বছরভর পর্যটকদের ভিড়। চারপাশ জঙ্গলে ঢাকা। যদিও থাকার জায়গা পেতে অসুবিধা হবে না।
লাচুং:
সিকিমের আরও এক জনপ্রিয়
পর্যটনকেন্দ্র। সারা বছর নানা রঙের ফুল ফোটে। তবে শীতকালে ফুলের সংখ্যা কমে যায়।
Pealock
Feb 07, 2023 12:57 [IST]Pealock
Feb 03, 2023 13:23 [IST]Pealock
Jan 25, 2023 18:55 [IST]