ডিসেম্বর
মাস চলছে। সামনেই ক্রিস মাস, আর তার কিছুদিন পরেই নতুন বছর। কাজেই
এই সময়টা প্রত্যেকেই একটা ছুটির মেজাজে থাকে। পিকনিক, ঘুরতে
যাওয়া এই সব কিছু নিয়েই মজে থাকে মানুষ। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে পকেটের
দিকটাও দেখতে হয় বই কি! কিন্তু তাই বলে কি ঘুরতে যাওয়া হবে না? নিশ্চয়ই হবে।
আপনার
জন্য রইল ভারতে বুকে অবস্থিত কিছু লো বাজেট ডেস্টিনেশনের খোঁজ-
নৈনিতাল:
উত্তরাখণ্ডের নৈনিতালও ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় একটি স্থান। এখানের
প্রধান আকর্ষণ হল নৈনি লেক। এছাড়াও এর আশেপাশে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ভিমতাল, সাততালের মত একাধিক স্থান। নৈনিতালের পরিবেশও খুব সুন্দর, শান্ত এবং মনোরম। এই স্থানের ঘোরার খরচও এমন কিছু বেশি নয়।

মাউন্ট
আবু: রাজস্থানের মাউন্ট আবু কম খরচে একটি ভাল হিল স্টেশন।
মাউন্ট আবু এই পাহাড়ের ওপর রয়েছে দিলওয়ারা জৈন মন্দিরের যা এই অঞ্চলের প্রধান
আকর্ষণ। তাছাড়া এখানের মনোরম আবহাওয়ার কারণে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আরাবল্লি
পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যও মাউন্ট আবুর বিশেষ উপভোগ্য বিষয়।

আরও পড়ুন: পর্যটনকে চাঙ্গা করতে রাজস্থানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী উত্সব
আরও পড়ুন: শীতকাল মানেই পিকনিক, আপনার হাতের কাছেই সেই ডেস্টিনেশন
ধনলৌটি: অল্প
খরচে শৈলশহর ঘোরার ইচ্ছা থাকলে উত্তরাখণ্ডের ধনলৌটি আপনার জন্য আদর্শ। পাইন আর
দেবদারু গাছে ঘেরা এই ধনলৌটি মুসৌরি থেকে মাত্র ২৮ কিমি দূরে অবস্থিত। এখানকার
পরিবেশ শান্ত এবং সুন্দর। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে আসতে পারেন
এই স্থানে।

পুদুচেরি: বড়দিনে
উৎসবের সাজে সেজে ওঠে তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত পুদুচেরি। এটি
আপনাকে একটি বিদেশী জায়গার অভিজ্ঞতা দেবে তাও আবার স্বল্প খরচে। এখানে আপনি দেখতে
পাবেন পূর্বের সুন্দর ফরাসি স্থাপত্যগুলি, যা দেখে আপনার মনে হবে যেন আপনি ফ্রান্সে আছেন। এখনও
এখানের শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যে ফরাসি ঐতিহ্যের ঝলক
দেখতে পাবেন।

কাসোল: হিমাচল
প্রদেশের পার্বতী নদীর তীরে ছোট্ট অথচ সুন্দর জায়গা কাসোল। শুধু ভারতীয়দের জন্য
নয়,
কাসোল বিদেশীদের জন্যও একটি
আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এই স্থান আদর্শ। এখানে
অনেকগুলি ট্রেকিং রুট রয়েছে, যে পথে ট্রেকিং করে রোমাঞ্চকর
অনুভূতির সাক্ষী হবেন আপনি। তার সঙ্গে সবুজে ঘেরা ছোট্ট জনপদ, যা প্রকৃতিপ্রেমীদের মধ্যেও জনপ্রিয়তা অর্জন করছে। এখানে আপনি প্রাকৃতিক সৌন্দর্য
উপভোগ করতে পারেন। আপনি খুব বেশি ব্যয় না করেই এখানে ঘুরে আসতে পারেন।

পুষ্কর:
রাজস্থানের একটি সুন্দর শহর পুষ্কর। রাজস্থানের অন্যান্য ডেস্টিনেশনগুলির তুলনায়
এই পুষ্কর অনেকটাই সস্তা। ব্রহ্মা মন্দির এবং পশু মেলার জন্য বিশেষভাবে পরিচিত এই
শহর। শুধু ধর্মীয় আঁচ নয় এখানে এলে আপনি পাবেন ঐতিহ্যের স্বাদ। আধ্যাত্মিক এবং
ঐশ্বরিক আনন্দময় দিনের জন্য পুষ্করে যেতে পারেন।
