করোনা অতিমারিকে পিছনে ফেলে প্রথম ভার্চুয়াল ক্যাম্প আয়োজন করল ভারত স্কাউটস
অ্যান্ড গাইডের পশ্চিমবঙ্গ শাখা। শুক্রবার থেকে মোট ৪২০ জনকে নিয়ে শুরু হল এই শিবির।
চলবে আগামী রবিবার পর্যন্ত। এবারের এই শিবিরে মূল বিষয় অ্যাস্ট্রোনমি অর্থাৎ মহাকাশ
বিজ্ঞান। শুক্র-শনি এবং রবিবার প্রতিদিন বিকেলে 2 ঘন্টা করে এই শিবির অনুষ্ঠিত হবে।
ভারত স্কাউট অ্যান্ড গাইড এর পশ্চিমবঙ্গ রাজ্য সংস্থার হেডকোয়ার্টার কমিশনার
কৌশিক চট্টোপাধ্যায় জানান, 'গত আট নয় মাস ধরে আমরা ঘরবন্দী। বড়রা বের হতে পারলেও ছোটরা
একেবারেই ঘর থেকে বেরোতে পারছে না। সেই সঙ্গে স্কুলও বন্ধ। বাচ্চাদের মনে যাতে খারাপ
প্রভাব না পড়ে সেই জন্য তিন দিনের এই ছোট্ট ভার্চুয়াল ক্যাম্প আয়োজন করা হয়েছে।'
পাশাপাশি স্টেট অর্গানাইজিং কমিশনার প্রবোধ রঞ্জন বিশ্বাস বলেন, ' এটি প্রথম ভার্চুয়াল
ক্যাম্প। প্রথম ক্যাম্পে বেশ ভালো সাড়া পেয়েছি। প্রায় চারশো কুড়ি জন এই ক্যাম্পে
অংশ নিয়েছে। এর জন্য তাদের অভিনন্দন এবং অভিভাবকের ধন্যবাদ জানাই।'